যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিলিয়ানিকে ১৫ কোটি ডলার জরিমানা করেছে আদালত।
স্থানীয় সময় শুক্রবার (১৫ ডিসেম্বর) মানহানির মামলায় গিলিয়ানিকে দোষী সাব্যস্ত করে ওয়াশিংটন ফেডারেল আদালত।
আট সদস্যের ফেডারেল জুরি এক আদেশে নির্বাচনকর্মী রুবি ফ্রিমান ও তার মেয়ে ওয়ানদেরা মসকে মানহানির জন্য এক কোটি ৬০ লাখ ডলার, তাদের মানসিক কষ্টের জন্য দুই কোটি ডলার এবং শাস্তিমূলক ক্ষয়ক্ষতির জন্য সাড়ে সাত কোটি ডলার প্রদানের জন্য ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবীকে নির্দেশ দেয়। খবর এএফপির।
আরও পড়ুন: আত্মসমর্পণ করছেন ট্রাম্পন
জর্জিয়ার দুই নির্বাচন কর্মীর বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করার অভিযোগ করেন রুডি গিলিয়ানি। এতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই দুই কর্মী। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান গিলিয়ানি।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ