যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে বাংলাদেশ কনস্যুলেট দুবাইতে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে এবং দ্বিতীয় সচিব মানিক রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় কনস্যুলেট এর কনফারেন্স রুমে আলোচনার সভার আয়োজন করা হয়।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী জাকির এবং দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমাশিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার এবং শ্রম কাউন্সিলর আবদুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের এই দিনে দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। জাতির সেসব সূর্যসন্তান, শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সচিব(ইসিটি) মো: শাহরিয়ার আলম, প্রথম সচিব(পাসপোর্ট) মো: কাজী ফয়সাল, প্রথম সচিব(প্রেস) মো: আরিফুর রহমান, প্রথম সচিব(শ্রম) মিসেস শাহনাজ পারভীন, দ্বিতীয় সচিব (প্রটোকল) মো: সাজ্জাদ হোসেনসহ কনস্যুলেটের কর্মকর্তা, কর্মচারী, কমিউনিটি ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
এসএ/দীপ্ত নিউজ