গাজীপুরের জয়দেবপুর–ময়মনসিংহ রেল সড়কে রেললাইন কেটে ফেলায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় মো. আসলাম হোসেন (৩৫) একজন নিহত এবং ট্রেনচালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ভাওয়াল রেলস্টেশনের বনখড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ রয়েছে ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওনা গ্রামের বাসিন্দা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। পুরোর ঘটনা তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজিবসহ আহতদের গাজীপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন জয়দেবপুর রেল ষ্টেশন মাস্টার আবু হানিফ।
এসএ/দীপ্ত নিউজ