ভ্যাট ফাঁকি থেকে সরকারের লোকসান কত তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআর। তাই ভ্যাট আহরণ বাড়াতে ক্রেতাকেই আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন এনবিআরের চেয়ারম্যান।
বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় আগামী ১০ ডিসেম্বর ভ্যাট দিবস পালনের ঘোষনা দেয়া হয়।
যে কোন সেবা বা পণ্য কেনার সময় দামের সঙ্গে ভ্যাটও পরিশোধ করেন ক্রেতা। যা আহরণ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার দায়িত্ব বিক্রেতার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফাঁকি দেন বিক্রেতারা, বলছে এনবিআর। এনবিআরের চেয়ারম্যান বলছেন, সমস্যা সমাধানে তাই ক্রেতাকেই নিতে হবে দায়িত্ব।
সংবাদ সম্মেলনে, রাজস্ব বোর্ড চেয়ারম্যান আরও জানান, গেল অক্টোবর মাসে ভ্যাট আহরণ হয় ৭ হাজার ৭৭৮ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৭৭ শতাংশ বেশি। তবে ভ্যাট ফাঁকি থেকে সরকারের লোকসান কত তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি এনবিআর কর্তারা।
দেশে আহরিত রাজস্বের ৮৬ শতাংশ আসে এনবিআরের মাধ্যমে। যার একটি বড় খাত ভ্যাট।
আল/ দীপ্ত সংবাদ