ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় এবার শান্ত বাহিনীর বিরুদ্ধে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে অন্তত অর্ধশত কিশোর অস্ত্রসস্ত্র নিয়ে সদ্য কারামুক্ত যুবলীগ নেতা সাব্বিরের লোকজনের উপর হামলা করে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে।
আহতদের মাঝে মানিক (১৬) নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) পুলিশ কোয়ার্টার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। তবে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা জানায়, কিশোর গ্যাং দ্বন্দ্বের জের ধরে ২৯ সেপ্টেম্বর ফেনী শহরের পাঠানবাড়ি রোডের মাথায় ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সফিউল্লাহ শুভর ধানসিড়ি রেস্তোরায় হামলা করে পিটু বাহিনীর সদস্যরা। এঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন শুভ ও তার মামা ওবায়দুল হক। পরে পিটু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম পিটু ও তার প্রধান সহযোগী যুবলীগ নেতা সাব্বিরসহ ৩১ জনের নামে মামলা দায়ের করে। ওই মামলায় পিটু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম পিটু ও যুবলীগ নেতা সাব্বিরসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি সাব্বির ওই মামলায় জামিনে মুক্ত হলে ছাত্রলীগ নেতা সফি উল্লাহ শুভ বাহিনীর মাঝে উত্তাপ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে অন্তত ৫০/৬০ জন অস্ত্রধারী কিশোর পাঠানবাড়ির রোডের মাথা থেকে ডানহাম গলি দিয়ে প্রবেশ করে পুলিশ কোয়াটার এলাকায় পিটু–সাব্বির বাহিনীর উপর হামলা চালায়। এসময় ব্যাপক হই–হুল্লোড ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে সাব্বির বাহিনীর অন্তত ১০/১২ জন আহত হয়। আহতদের মাঝে পুলিশ কোয়ার্টার এলাকার রফিকুল ইসলামের ছেলে মানিক (১৬) গুলিবিদ্ধ অবস্থায় ও শাহীন একাডেমী এলাকার জাফর উল্লাহর ছেলে মো. সিফাত (২৪) গুরুতর জখম অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আহত বাকি কিশোর–যুবকদের ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
যুবলীগ নেতা সাব্বিরের স্ত্রী তাৎক্ষণিক সাংবাদিকদের জানান, আমার স্বামী কারাগার থেকে মুক্তি লাভের পর সে বাসায় থাকেন না। হামলার ভয়ে সে আত্মগোপনে রয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা সফিউল্লাহ শুভ ও তার বাহিনী আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে এ এলাকায় তান্ডব চালিয়েছে। আমি এর বিচার চাই।
এবিষয়ে বক্তব্য জানতে সাবেক ছাত্রলীগ নেতা সফি উল্লাহ শুভকে পাওয়া যায়নি।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসি ফুটেজ সংগ্রহ চলছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনায় ১ জন গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ