শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালন করছে বিভিন্ন সংগঠন। লক্ষ্যনারীর প্রতি সহিংসতা রোধে, সচেতনতা তৈরি করা।

এগিয়ে যাচ্ছে বিশ্ব, এগিয়ে যাচ্ছে দেশ , সমাজ এবং রাষ্ট্র। সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরাও। তবুও থেমে নেই নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন। পাল্টে গেছে নারী নির্যাতনের ধরণ।

নারী নির্যাতন নিয়ে এক শিক্ষার্থী বলেন, ‘পারিবারির শিক্ষার উপর নারী নির্যাতন নির্ভর করে। সবসময় শিক্ষিত মানুষ যে পরিবার থেকে ভালো শিক্ষা পাবে তা ঠিক নয়। তারা ভালো পরিবার তবে তারা জানে না নারীর সাথে কিভাবে কথা বলতে হয়।

অন্য এক শিক্ষার্থী জানান, ‘আমরা অনেকেই জানি না রাস্তায় বা বাড়িতে সাহায্যের জন্য ৯৯৯ বা ১০৯ কল করতে হয়। উৎপাদনশীল কাজের মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত।

প্রাপ্তবয়স্কদের চেয়ে কিশোরী মেয়েদের উপর নির্যাতনের সংখ্যা দিন দিন বেড়েছে। বাংলাদেশে মহিলা পরিষদের তথ্য (১৩টি দৈনিক তথ্য) অনুযায়ী এবছর জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত ৪শত ৩৩ জন নারী হত্যা আর ৩শত ৯৭ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ১৮ কম বয়সী কন্যার সংখ্যা ২শত ৮৭।

আইনজীবীদের মতে, নির্যাতন বন্ধে আইন প্রয়োগ যেমন জরুরী তেমনি শান্তি নিশ্চিতের পর অপরাধীদের সঠিক কাউন্সিলিং প্রয়োজন।

 

এসএ/দিপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More