ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশে বেড়ে যাওয়া অনলাইন জুয়া বন্ধে কাজ করছে পুলিশের সাইবার ক্রাইম প্রতিরোধ বিভাগ। তারা বলছে, পুরনো আইন সংস্কার এবং সামাজিক সচেতনতা না বাড়লে অনলাইন জুয়ার দৌরাত্ম বন্ধ করা সম্ভব নয়।
যেকোন প্রতিযোগিতায় পছন্দের দল বা খেলোয়াড়ের জন্য বাজি ধরা সাধারণ ঘটনা। তবে এটা আনুষ্ঠানিক হলে তা অন্যায়। দেশের আইনে এধরণের কার্যকলাপ নিষিদ্ধ। কিন্তু তথ্য প্রযুক্তির যুগে, বাজি ধরার ঘটনাও ঘটছে অনলাইনে।
বেট থ্রি-সিক্সটি ফাইভ বা বেট বেটওয়ে, অনলাইন জুয়ার জগতে বেশ পরিচিত নাম। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বা দুয়ারে কড়া নাড়তে থাকা ফিফা ফুটবল বিশ্বকাপ ছাড়াও যে কোনো প্রতিযোগিতামূলক খেলায় সক্রিয় হয়ে ওঠে এরকম কয়েকশো সাইট। যাতে জড়িত হয়ে পড়ছেন ব্যবসায়ী ও তরুণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অনলাইন জুয়া বন্ধে কাজ করছে পুলিশের সাইবার ক্রাইম প্রতিরোধ বিভাগ। তবে আইনি সীমাবদ্ধতায় সফল হচ্ছে না সব চেষ্টা।
অনলাইন জুয়া বন্ধে আইনের পাশাপাশি জনসচেতনতা ও মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দেন তিনি। পছন্দের খেলা দেখতে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার।