যশোরে জাল রশিদ তৈরী করে যাত্রিদের ভ্রমণকর ফাঁকি দেওয়ার অভিযোগে শামীম (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬নভেম্বর) দুপুরে প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় শামীেমর কাছ থেকে ট্যাক্স জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জাল ভ্রমনকর রশিদ ও সোনালী ব্যাংকের সীল উদ্ধার করা হয়। আটক শামীম বন্দর থানা এলাকার সাদিপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের পরিচালক মো: রেজাউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বেনাপোল চেকপোস্টে একটি চক্র জাল রশিদের মাধ্যমে ভ্রমনকর জালিয়াতি করে সরকারের রাজস্ববফাকি দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জালিয়াত চক্রের অন্যতম হোতা শামীমকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ট্যাক্স জালিয়াতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক শামীমকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, এ সময় ভারতগামী আটজন পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৮টি জাল ভ্রমন কর রশিদও জব্দ করা হয়।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, আটক শামীমের বিরুদ্ধে ইতিপূর্বে ট্যাক্স জালিয়াতির একটি মামলা রয়েছে। মামলায় শামীম জামিনে রয়েছে।
জুবায়ের আহমেদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ