বাংলাদেশ আওয়ামী যুবলীগ আরব আমিরাতে নির্বাচন উপলক্ষে প্রচারণা ভিত্তিক ৬০ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। যুবলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে সংগঠনটির ৫১ বছর পদার্পন উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) শারজাহ মাম রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্টানে সভাপত্বিত করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্রগ্রাম হাটহাজারী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন বাদশা।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল ইসলাম শফি। দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানের সঞ্চলনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি তাজউদ্দীন,অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন আলমগীর আলম।
অন্যানদের মাঝেই বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ সারজাহ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মোবারক,সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল আলম জিলানী,রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ওমর গনি কপিল,সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন,শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আজিম,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন ও অন্যতম সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন,দুবাই যুবলীগের সভাপতি মোস্তফা কামাল শিমুল,ফুজিরা যুবলীগের সভাপতি ফরিদুল আলম,সারজা যুবলীগের আহ্বায়ক আমান উল্লাহ বাবর,রাস আল খাইমাহ যুবলী গের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ,উম্ম আল খোয়াইন যুবলীগের আহ্বায়ক মৌলানা ওমর ফারুক, দুবাই যুবলীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাশেদুল আলম দুলাল,সায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী মিনুসহ আরো অনেক।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ