এরইমধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা কোরেছে প্রায় সব দলই। ৮টি গ্রুপে খেলছে মোট ৩২টি দল। প্রথম চার গ্রুপেই অঘটনের সম্ভাবনা কম।
২০২২ বিশ্বকাপের আয়োজকের স্বীকৃতি পেয়েই, প্রথম বাজিমাত কোরে কাতার। কারণ, এর মাধ্যমেই ৩২টি অংশগ্রহণকারীর একটি হিসেবে নাম চূড়ান্ত হয় তাদের। যদিও এ গ্রুপ থেকে কাতারের নকআউট পর্বে নাম লেখানো বেশ কঠিন। তাদের চেয়ে এগিয়ে নেদারল্যান্ডস ও সেনেগাল।
অঘটন না ঘটলে, বি গ্রুপ থেকে ইংল্যান্ডের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা বেশি। এই গ্রুপে, তাদের প্রতিপক্ষ ইরান, ওয়েলস ও যুক্তরাষ্ট্র। বি-গ্রুপের হিসেব নিকেশ পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র এবং ওয়েলস।
ক্রীড়ামোদীদের বড় অংশের নজর থাকছে গ্রুপ সি-র দিকে। এই গ্রুপের বড় আকর্ষণ লিওনেল মেসির আর্জেন্টিনা। ডি মারিয়া, দিবালা, মার্টিনেজদের সামনে সৌদি আরব বা মেক্সিকো নয়, চ্যালেঞ্জ জানাতে পারেন কেবল রবার্ট লেভান্ডোস্কির পোল্যান্ড।
কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে ডি গ্রুপের সেরা দল ফ্রান্স। নকআউট পর্বে উঠতে তাদের সামনে বাধা অস্ট্রেলিয়া, ডেনমার্ক আর তিউনিসিয়া। আগের আসরের মত এবারও শিরোপার দাবিদার হওয়ার মত দল নিয়েই কাতারের পথে দিদিয়ের দেশ্যামের দল।