পরিত্যক্ত ডিমের খোসা দিয়ে চিত্রকর্ম ও ভাষ্কর্য তৈরি করছেন কেনিয়ার এক শিল্পী। এগুলো বিক্রি করে আয়ও করছেন তিনি।কেনিয়ার ডায়ানি বিচের এক প্রদর্শনীতে প্রথম স্বীকৃতি পায় এই তরুণের শিল্পকর্ম। এরইমধ্যে সাড়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
দেখে বোঝার উপায় নেই এসব চিত্রকর্ম আর ভাষ্কর্য ডিমের খোসা দিয়ে বানানো। এর কারিগর কেনিয়ার রাজধানী নাইরোবির শিল্পী মিকা ওবান্দা। অভিনব চিন্তা আর নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে বর্জ্যকে রূপান্তরিত করেছেন শিল্পকর্মে। প্রথমে বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত ডিমের খোসা এবং অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন মিকা ওবান্দা। এসব পরিস্কার আর রোদে শুকানোর পর রং কোরে বানান শিল্পকর্মের কাঁচামাল।
তিনি বলেন “ডিমের খোসা ছোট ছোট কোরে কাটার পর, একটি বাঁশের তির্যক লাঠির সাহায্যে বোর্ডের ওপর বসিয়ে চিত্রকর্ম বানাই। আর অবশিষ্ট খোসা ভাস্কর্য তৈরির জন্য একত্রিত করি।”
শুরুতে মিকা ওবান্দার শিল্পকর্ম ভালোভাবে নেয়নি আশপাশের লোক। পরে অর্থ উপার্জন হতে থাকলে পরিবর্তন আসে তাদের দৃষ্টিভঙ্গিতে।
তিনি আরও জানান “মোজাইকের কৌশল শেখার পর, আমি শিল্পকর্মের জন্য জন্য ডিমের খোসা বেছে নিয়েছি। অনেকে ডিম খেয়ে খোসা ফেলে দেন। এগুলো খুব সুন্দর গঠন তৈরি করতে পারে।”