আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগুন, অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। তারা এখন চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বানচাল করতে চায়। এসব করে আমাদের ভয় দেখানো যাবে না।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপির কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। বিএনপির এই ধ্বংসাত্মক কর্মসূচি কঠোর হাতে দমন করে আমরাই বিজয়ী হবো। তারা এখন চোরাগোপ্তা হামলা করে আন্দোলন করতে চায়, সরকার হটাতে চায়। এটা হলো তাদের এখনকার মোটিভ এবং এ লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছে।
নির্বাচন নিয়ে কাদের বলেন, ‘হারানোর কিছু নেই, আমরা ইলেকশনে জিতব ইনশাল্লাহ। কাজেই এ ধরনের চোরাগোপ্তা হামলা ভয় পেলে আমাদের চলবে না। আমরা মোটেই আতঙ্কিত না। আমরা জনগণকে বলবো, এসব চোরাগোপ্তা হামলা দীর্ঘ দিন চালানো যায় না। এরা তো অনেক কিছুই করবে বলেছিল, এখন কোথায়?’
রোববার প্রায় ২৫টি যানবাহনে বিএনপি আগুন দিয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির অবরোধে বহু পুলিশ, সাংবাদিকসহ সাধারণ মানুষ হতাহত হয়েছে। অন্যায় যারা করেছে তাদের কোনোভাবে ছাড় দেয়া হবেনা। যারা সন্ত্রাস করছে, আগুন নিয়ে জানমালের ক্ষতি করছে তারা কখনও জনগণের ভালো চায়না। এই সন্ত্রাসী হামলা জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ প্রতিহত করবে।
শেষে তিনি বলেন, যেসব দল জাতীয় নির্বাচনে অংশগ্রহন করবে তাদের সঙ্গেই ফাইনাল খেলা হবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ