দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। সকালে দায়িত্ব গ্রহণের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের একথা বলেন তিনি।
দেশের আন্দোলন–সংগ্রামের সূতিকাগার ও অন্যতম সেরা বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। ৪৬ হাজার শিক্ষার্থীর বিপরীতে বিশ্ববিদ্যালয়টির প্রায় ২ হাজার শিক্ষকের প্রতিনিধির মধ্যে সবচেয়ে আলোচিত পদ উপচার্য।
৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য হিসেবে চার বছর মেয়াদ পূর্ণ করেন মো. আখতারুজ্জামান। তার স্থলাভিষিক্ত হন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। নতুন উপাচার্য পেয়ে আনন্দিত সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক কামাল। পরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। জানান, বিশ্ববিদ্যালয় নিয়ে নিজের পরিকল্পনার কথা।দেশের রাজনীতি ও নির্বাচন নিয়েও নিজস্ব মতামত তুলে ধরেন।
অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সভাপতি। দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি। গত ১৫ অক্টোবর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এক প্রজ্ঞাপনে অধ্যাপক মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মনোনীত করা হয়।
আল / দীপ্ত সংবাদ