ইটারের সিইও পদ থেকে বহিস্কৃত হলেও, প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার পাবেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগারওয়াল। এদিকে, টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ায় এখন বোর্ডের একমাত্র পরিচালক ইলন মাস্ক।
গত বছরের নভেম্বরে টুইটারের সিইও হিসেবে দায়িত্ব গ্রহন করেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগারওয়াল। সিইও হিসাবে এক বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। মালিকানা গ্রহণের পরই পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেন তিনি।
২০১১ সালে টুইটারে কাজ শুরু করেন ৩৭ বছর বয়সী পরাগ আগারওয়াল। ২০১৭-তে সিটিও এবং ২০২১ সালে সিও হন তিনি। এরআগে মুম্বাইয়ের আইআইটি থেকে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন পরাগ।
চাকরি হারালেও কপাল একেবারে শূন্য নয়। গবেষণা সংস্থা ‘ইক্যুইলার’ জানিয়েছে, মালিকানা বদলের ১২ মাসের মধ্যে যদি পরাগকে বরখাস্ত করা হয়, তা হলে প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার দিতে হবে পরাগ আগারওয়ালকে।
১৯৮৪ সালের ২১ মে রাজস্থানের আজমেরিতে জন্ম পরাগের। বাবা ছিলেন ‘ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি’ বিভাগের শীর্ষ আধিকারিক। মা অর্থনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। তাঁর স্ত্রীর নাম বিনীতা আগরওয়াল। গণমাধ্যমের তথ্য বলছে, দুই সন্তানের জনক পরাগের মোট সম্পদের পরিমাণ প্রায় ১২১৮ কোটি টাকা।