শেরপুরের ঝিনাইগাতীতে শাহ আলম (৪৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ অক্টোবর) দুপুর উপজেলার কুচনিপাড়া গ্রামের পাকা সড়কের পাশে ধানক্ষেত থেকে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহ আলম পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের আড়াইলাকান্দা গ্রামের জসিম উদ্দিন ওরফে ফকির আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহ আলম তার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সংসার চালাতে কয়েকদিন আগে ধার দেনা করে প্রায় দুই লাখ টাকা দিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ক্রয় করে নিজেই চালান।
শনিবার (৭ অক্টোবর) দুর্বৃত্তরা তাকে হত্যা করে কুচনীপাড়ার পাকা সড়কের পাশে তার মরদেহ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
রবিবার সকালে আশপাশের লোকজন ধানক্ষেতের পাশে তার মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
গোসাইপুর ইউপি চেয়ারম্যান শাহ জামাল আশিক বলেন, শনিবার সন্ধ্যার পর ভারেরা বাজারের অনেকে শাহ আলমকে দেখেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। তবে কেউ আটক হয়নি। ঘটনাটি অনুসন্ধান করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। এ ঘটনায় নিহত শাহ আলমের স্ত্রী, তিন সন্তান ও মা, বাবাসহ আত্মীয় স্বজনদের মাঝে নেমেছে শোকের ছায়া।
মঞ্জুরুল আহসান/শায়লা/দীপ্ত নিউজ