বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে আবার জেলে যেতে হবে এবং আদালতে আবেদন করতে হবে। কোর্টে যেতে হবে। কোর্ট যদি অনুমতি দেয় তাহলে তিনি যেতে পারবেন।
ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমোদন দেয়া প্রসঙ্গে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামী। বিশ্বের কোন সাজাপ্রাপ্ত আসামী বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পেরেছেন? সরকারপ্রধান হিসেবে আমার যতটুকু ক্ষমতা ছিল সেই অনুযায়ী তাকে বাসায় থেকে চিকিৎসা করার সুযোগ দিয়েছি। এখন যদি তাকে বিদেশে যেতে হয়, তাহলে আমি বাসায় থাকার যে পারমিশনটা দিয়েছিলাম তা উইথড্র করতে হবে। তাকে আবার জেলে যেতে হবে। কোর্টে যেতে হবে। কোর্ট যদি অনুমতি দেয় তাহলে তিনি যেতে পারবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, তবে হ্যাঁ, যতটুকু করতে পেরেছি তার জন্য, সেটা হচ্ছে, আমার যেটুকু ক্ষমতা আছে, তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার পারমিশন দেওয়া হয়েছে। সে নিজেই চিকিৎসা নিচ্ছে এখন। বাংলাদেশের সবথেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আল / দীপ্ত সংবাদ