বিটিএমসি ও মন্ত্রণালয়ের উদাসীনতায় চট্টগ্রামে এশিয়াটিক কটন মিলের মূল্যবান যন্ত্রপাতি নষ্টের পাশাপাশি পুনরায় চালু করা যাচ্ছে না বলে অভিযোগ করেছে কারখানাটির ওয়ার্কাস ইউনিয়ন ও শ্রমিক লীগ। এছাড়া বিটিএমসি প্রায় ১২শ শ্রমিকের বকেয়া পাওনা আটকে রেখেছে বলেও জানিয়েছে তাঁরা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে এই অভিযোগ করেন শ্রমিক নেতারা।
এশিয়াটিক কটন মিল শ্রমিক লীগের সভাপতি যদু মোহন দাশ জানান, দফায় দফায় সরকার এই মিলটির মালিকানা বেসরকারিখাতে দিয়ে আবার পুন:অধিগ্রহন করেছে। কিন্তু পুনঃঅধিগ্রহণের ১৬ বছর পার হলেও শ্রমিকদের বকেয়া পরিশোধ করছে না। বেতন–ভাতা ছাড়া অনেক শ্রমিক ইতোমধ্যে বিনা চিকিৎসায় মারা গেছেন। বাকিরা অতি কষ্টে দিন কাটাচ্ছে। সরকারের কাছে শ্রমিকদের বকেয়া প্রায় ৩৩ কোটি টাকা বলে উল্লেখ করেন তিনি।
যদু জানান, বিটিএমসি মিলকে চালু না করে উল্টো গুদাম হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছে। এই অবস্থায় একসময়ের লাভজনক এই প্রতিষ্ঠানকে আবার চালু করার পাশাপাশি শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানান তাঁরা।
শিগগিরই শ্রমিকদের পাওনা পরিশোধে কার্যকর ব্যবস্থা নেয়া না হলে আন্দোলনে যাবার হুশিয়ারি দেন শ্রমিক নেতারা।
রুনা আনসারী/পূর্ণিমা/দীপ্ত নিউজ