দিনাজপুরে চাষ হচ্ছে সৌদি আরবের মরিয়ম, আজওয়া, খলিজি, মেডজন ও আম্বার জাতের খেজুর। উদ্যোক্তা খেজুরের পাশাপাশি বাণিজ্যিকভাবে চারাও বিক্রি করছেন।
সারি সারি খেজুর গাছে থোকায় থোকায় ঝুলছে খেজুর। প্রতিটি গাছের খেজুরের রং ও আকৃতি আলাদা। এ দৃশ্য দিনাজপুরের ফুলবাড়ি পৌর এলাকার স্বজনপুকুর গ্রামের।
চার বছর আগে কুয়েত থেকে দেশে ফিরে ২০ শতাংশ জমিতে খেজুর চারা রোপন করেন জাকির হোসেন। এ বছর ৯টি গাছের একটিতে প্রায় একশো কেজি খেজুর পেয়েছেন তিনি। বর্তমানে বাণিজ্যিকভাবে খেজুরের চারা বিক্রি করছেন এই উদ্যোক্তা।
জাকির হোসেনের সাফল্য দেখে খেজুর চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা।
কৃষি কর্মকর্তারা বলছেন, বেলে দোআঁশ মাটিতে জৈব সার প্রয়োগ করলে খেজুর চাষের উপযোগী হয়। আগ্রহীদের খেজুর চাষে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
জাকির হোসেন কুয়েত থেকে ১২ কেজি খেজুরের বীজ এনেছিলেন। এরইমধ্যে এক হাজার চারা তৈরি করেছেন তিনি।
আল / দীপ্ত সংবাদ