শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে ভারতের। রোহিত শর্মার দলের সামনেও সমীকরণটা একই, শেষ চারে যেতে হলে জিততেই হবে দলটিকে।
এমন ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
অ্যাডিলেড ওভালে এই পয়মন্ত এই ভেন্যুতে টাইগারদের এমন কিছু অর্জন রয়েছে যা দেশের ক্রিকেটের ইতিহাসে বড় স্থান করে নিয়েছে। এই তেনাতে জয় পেয়েই ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টারর ফাইনালে যাবার ইতিহাস গড়েছিলো। বাংলাদেশ।
ব্যাঙ্গালোরে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এক রানে হেরেছিল ভারতের বিপক্ষে, এই ম্যাচের স্মৃতিও অনেক সমর্থকদের মনে স্পষ্ট এই ভেন্যুতে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়ার নজির গড়ে টাইগাররা। ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অবিশ্বাস্য নজির গড়েছিলো বাংলাদেশ।
সাত বছর পর একই মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা বাংলাদেশ যেন একই অবস্থায় দাঁড়িয়ো। এই একটি জয়ই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে সহায়তা করবে টাইগারদের। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি বাংলাদেশের জন্য কঠিন ভার্সন। কিন্তু এই ফরম্যাটে শক্তিশালী দল হয়ে উঠার চেষ্টা করছে তারা।