মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

ঐতিহ্যবাহী “চলনবিল নৌকাবাইচ উৎসব-২০২৩” অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাঙালি সংস্কৃতি ও চলনবিলের ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সিংড়া উপজেলার আত্রাই নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী “চলনবিল নৌকাবাইচ উৎসব২০২৩” অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি’র উদ্যোগে সিংড়ার আত্রাই নদীর ফেরিঘাট এলাকায় আয়োজিত হয়েছে উত্তরের বৃহৎ নৌকাবাইচ উৎসব।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নৌকাবাইচের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সন্ধ্যা পর্যন্ত চলে এ নৌকাবাইচ প্রতিযোগিতা।

দুই ধাপে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রথম ধাপে সিংড়াসহ নাটোরের বিভিন্ন উপজেলা থেকে আসা ১৮টি ছোট ও মাঝারি নৌকা অংশগ্রহণ করে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উৎসবের মূল আকর্ষণ ছিল দ্বিতীয় ধাপে। বিকালে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ধাপে নাটোর, বাঘাবাড়ী, শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও পাবনাসহ বিভিন্ন এলাকা থেকে মোট ১৬টি বড় সুসজ্জিত নৌকা নিয়ে হাজির হয় প্রতিযোগিরা। নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টিনন্দন নৌকা‌গুলো আত্রাই নদীর বুক চিরে নৌকা বাইচে জয় ছিনিয়ে নিতে প্রতিযোগিতায় নামে তারা। এ সময় নদীর দুইকুলে উপচে পড়া লাখ দর্শক উপভোগ করে।

প্রতিযোগিতার শেষ রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চলনবিল নৌকা বাইচ উৎসব২৩ এর চ্যাম্পিয়ন হয় সিরাজগঞ্জের শাহজাদপুরের নৌকা ‘সপ্নের তরী’। দ্বিতীয় স্থান দখল করে একই এলাকার ‘বাংলার বাঘ’ নামে আরেকটি নৌকা।

পরে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ান দলকে ১৫০ সিসি একটি মোটরসাইকেল ও দ্বিতীয় স্থান অধিকারী দলকে বড় ফ্রিজ পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ অন্যান্যরা।

সাহেদুল আলম রোকন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More