১৫
২০২৫ সালে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে মিয়ানমারের জান্তা সরকার।
মিয়ানমারের নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, নির্বাচনে অংশ নেয়ার জন্য ৩৬টি রাজনৈতিক দলকে অনুমতি দেয়া হয়েছে।।
এদিকে মিয়ানমারে সহিংসতা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর জোট– আসিয়ান নেতারা।
এছাড়াও মিয়ানমারের সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা কমানোর আহবান জানান তারা।
অন্যদিকে মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির জন্য উন্নত চিকিৎসার আবেদন জানানো হলেও জান্তা সরকার তা নাকচ করেছে।
এসএ/দীপ্ত নিউজ