বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ দিয়ে আজ (৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
সুপার ফোরের প্রথম ম্যাচের ভেন্যু পাকিস্তান হওয়ায়, হাইব্রিড মডেল অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিবেচনা না করে, বাংলাদেশকে বি টু আর পাকিস্তানকে এ ওয়ান হিসেবে ধরা হয়েছে। তাই সুপার ফোরে প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আর পাকিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আগেভাগে সুপার ফোরে পা দিলেও, বেশ অস্বস্তিতে টাইগাররা। হ্যামস্ট্রিংয়ের চোটে নামজুল হোসেন শান্তর এশিয়া কাপ শেষ। দলের সর্বোচ্চ স্কোরারকে হারানোয়, এখন নতুন পরিকল্পনা করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
এছাড়া লিটন দাস যোগ দিলেও এসিসি‘র পক্ষ থেকে এখনো অন্তর্ভূক্তি নিশ্চিত হয়নি। সেই সাথে আছে পাকিস্তানের মাটিতে, তাদের বিপক্ষে খেলার চাপও। তবে সেসব নিয়ে এখন ভাবতে চায় না বাংলাদেশ দল।
অন্যদিকে ফর্মের বিচারে এবারের আসরের শিরোপার সবচেয়ে বড় দাবিদার বাবর–রিজওয়ান–ফখর জামানরা। তারওপর ঘরের মাঠে এবার খেলবে তারা। তাই স্বভাবতই আত্মবিশ্বাসটা একটু বেশি পাকিস্তানের।
তবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে, নতুন করে ছক কষছেন তারা। আফ্রিদী, নাসিম শাহ, হারিস রউফরা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয় জাগানিয়া পেস ত্রয়ী। বাংলাদেশকে বেঁধে রাখতে, তাই ভারতের বিপক্ষে খেলা একাদশে পরিবর্তনের তেমন সুযোগ নেই।
এসএ/দীপ্ত নিউজ