পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের দেবপুর খালের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করে কয়েক হাজার মানুষ। এই খাল পারাপারে একমাত্র ভরসা একটি দড়িটানা নৌকা। শিক্ষার্থীরাও এই নৌকায় করে খাল পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা–যাওয়া করছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের।
উপজেলার ধানখালী ইউনিয়নের দেবপুর খালের ওপর দিয়ে প্রতিদিন যাতায়ত করে ২০ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ। এতে প্রায়শই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে এ খালের উপর একটি ব্রিজ নির্মানের দাবি স্থানীয়দের।
জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া ও ছৈলাবুনিয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে পাঁচজুনিয়া খাল। যাতায়াতের বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এই খাল পার হয়ে যেতে হয় উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সহ বিদ্যালয়ে। তাই বহু বছর আগে পারাপারে জন্য এ খালে একটি দড়িটানা নৌকার ব্যবস্থা করেন স্থানীয়রা। বর্তমানে এ নৌকায় খাল পারাপার করছে স্থানীয় ১০টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাধ্যমিক বিদ্যালয়, ৫ টি মাদ্রাসা ও ১ টি কলেজের শিক্ষার্থী সহ ২০ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ। আর এ খাল পার হতে গিয়ে প্রায়ই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। আর দুর্ভোগ পোহাচ্ছেন কৃষক,গর্ভবতী মা কিংবা অসুস্থ রোগীদের।
পাঁচজুনিয়া খালের উপর ৯০ মিটারের একটি ব্রিজ নির্মানের লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের তাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ন।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ