ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রুশ এভিয়েশন কর্তৃপক্ষ। তবে ডিএনএ বিশ্লেষণের কাজ এখনো বাকি।
এর আগে প্রিগোজিনকে বহন করা বিমানটি বিধ্বস্ত হলে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।
স্থানীয় সময় বুধবার রাশিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর প্রিগোজিনের নিহত হওয়ার খবর গণমাধ্যমে আসে।
বিমানটিতে প্রিগোজিনের সাথে ছিলেন ওয়াগার সেকেন্ড কমান্ড ইন চিফ দিমিত্র উতকিন। তার মরদেহ উদ্ধারের কথাও জানায় রুশ এভিয়েশন কর্তৃপক্ষ।
রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উড়োজাহাজের বিধ্বস্ত স্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন ক্রুসহ ১০ আরোহী ছিলেন।
এদিকে প্রিগোজিনের মৃত্যুর বিষয়ে কোন মন্তব্য করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এসএ/দীপ্ত নিউজ