নোয়াখালী সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি হসপিটাল ও ফার্মেসীকে ৫৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সোনাইমুড়ী বাজারে বিভিন্ন হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক, ড্রাগসুপার ও পরিদর্শক এবং সোনামুড়ী থানা পুলিশের সদস্যরা।
সোনাইমুড়ী বাজারের নূর ফার্মেসীকে ৫হাজার, মজুমদার হোমিও হলকে ১০হাজার, আব্দুল রশিদ এর সার্জিক্যালকে ৫হাজার, আল খিদমাহ হসপিটাল ফার্মেসীকে ৫হাজার, সোনাইমুড়ী সেন্ট্রাল হসপিটাল ফার্মেসীকে ৩হাজার, সেন্ট্রাল হসপিটালকে ২০হাজার, দি ল্যাব এইড হসপিটাল ফার্মেসীকে ১০হাজার টাকা করে মোট সাতটি মামলায় ৫৮হাজার টাকা জরিমানা করা হয়।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন জানান, বিভিন্ন মেয়াদোত্তীর্ন ঔষধ রাখা, ড্রাগ লাইসেন্স না থাকা, অননুমোদিত ঔষধ রাখা, নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক না থাকায় এ জরিমানা করা হয়। কয়েকটি ফার্মেসীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ