যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দুই দিনব্যাপী প্রতিরক্ষা সংলাপ শুরু হয়েছে।
দুই দেশের ১০ম প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জে জেমস।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই সংলাপের লক্ষ্য দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনার সুযোগ সৃষ্টি করা।
বুধবার (২৩ আগস্ট) সকালে, ঢাকা ক্যান্টনমেন্টের সশস্ত্র বাহিনী বিভাগে এই সংলাপ শুরু হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরালো করতে চায় এই সংলাপের মধ্য দিয়ে। এই সংলাপ আগামীকাল আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
২০১২ সাল থেকে দুই দেশের প্রতিরক্ষা সংলাপ আয়োজন শুরু হয়। একবার যুক্তরাষ্ট্রে এবং একবার বাংলাদেশে, এভাবেই সংলাপ হয়ে আসছে।
গত বছর যুক্তরাষ্ট্রে হয়েছিল নবম সংলাপ; তাই এবার হচ্ছে বাংলাদেশে।
আল আমিন/ দীপ্ত সংবাদ