দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আজ শুরু হচ্ছে অর্থনৈতিক জোট ব্রিকসের ১৫তম সম্মেলন।
এ সম্মেলনে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন ভার্চুয়ালি। তার পরিবর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশ নেবেন। পুতিনের বিরুদ্ধে আইসিসির মানবতাবিরোধী অপরাধের একটি রায় দিয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাই দক্ষিণ আফ্রিকায় পুতিন উপস্থিত থাকলে তাকে গ্রেপ্তার করার একটি সুযোগ তৈরি হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের প্রায় ৫০ জন নেতা ‘ব্রিকসের বন্ধু‘ কর্মসূচিতে যোগ দেবেন। তিন দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হবে ২৪ আগস্ট।
২০১৯ সালের করোনা মহামারির পর, এবারই প্রথম জোটের প্রতিনিধিরা স্বশরীরে হাজির হচ্ছেন এক মঞ্চে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে আসছে। শীর্ষ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ সদস্য দেশগুলোর মধ্যে একটি অভিন্ন মুদ্রা চালুর উদ্যোগ নেওয়া।
আল আমিন/ দীপ্ত সংবাদ