সাতক্ষীরায় ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় নাজমুল হাসান তারা (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাজমুল শহরের পলাশপোলের পালিতপুকুর এলাকার আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী শহরের পলাশপোলের ইজিবাইক চালক আব্দুস সামাদ, ও সেটেলমেন্ট অফিসের মোহরার রবিউল ইসলামসহ কয়েকজন জানান, শনিবার সকাল ৯টার দিকে আব্দুর রহমান বাবু, তার স্ত্রী হোসনে আরা, মেয়ে খুকুমনি, তামান্না, ভূমিসন্ত্রাসী নুরুজ্জামান ওরফে টাক বাবু, সাগর খান, মিলন কর্মকার, শোভন, আব্দুর রহিম ওরফে চিতাসহ ১৯/২০ জন নাজমুলের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট শুরু করে। তারা বাধা দেওয়ায় তাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও থাপ্পড় মেরে জখম করা হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তারা অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে মারা যান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হামলাকারীরা মৃতের ভাই জজ, মাসুদের সথে সমঝোতা করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা করে।
মৃতের স্ত্রী মামলা করতে চাওয়ায় তাকে চাপসৃষ্টি করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহিদুল ইসলাম জানান, নাজমুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। তাই ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ