শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

সুন্দরবন ও উপকুলবাসীর জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যােগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুন্দরবন ও উপকূল এলাকার বাসিন্দাদের রক্ষায় সমন্বিত উদ্যােগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বাংলাদেশ। কিন্তু বৈশ্বিক উষ্ণতায় অবদান মাত্র শূন্য দশমিক তিন ভাগ। গত ৩০ বছরে বাংলাদেশ ১৯৭টি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন ও উপকূল এলাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে বুধবার আলোচনার আয়োজন করে সুন্দরবন ও উপকুল রক্ষা আন্দোলন। এতে ভুক্তভোগীরা নানা সমস্যার কথা তুলে ধরেন।

সমস্যা সমাধানে বক্তারা নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। সভায় জানানো হয়, সুন্দরবন ও উপকূল এলাকার ঝুঁকি মোকাবিলায় সরকারের নানা কর্মসূচি চলমান রয়েছে।

এসময়, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী জানান, সুন্দরবন ও উপকুলবাসীর জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার তৎপর রয়েছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More