নতুন কোন রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেছেন, মাঠ পর্যায়ের যাচাই–বাছাইয়ের পর মাত্র দুইটি দলকে চুড়ান্ত করা হয়েছে। তবে এ ব্যপারে ২৬ জুলাই পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। এরপর নির্বাচন কমিশন আবেদনকারী রাজনৈতিক দলের চুড়ান্ত নিবন্ধন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
রবিবার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম–১০ সংসদীয় আসনের উপ নির্বাচনে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী ৩০ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। এজন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হবে। জাতীয় নির্বাচন সমাগত হওয়ায় ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ কিছুটা কম বলেও জানান তিনি।
ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ভুমিকা রয়েছে বলেও জানান তিনি।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শায়লা/ দীপ্ত নিউজ