বান্দরবানে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।
শনিবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি জানাজানি হয়। অপহরণকৃত ব্যাক্তিরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়ার নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(২০), ইসমাইল হোসেন(২১) ও ইমাম হোসেন (২০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বান্দরবান – রাঙ্গামাটি সড়কের ডাকবাংলো এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীনে ঠিকাদার মিশুর একটি সেতু নির্মাণ কাজের অস্থায়ী লেবার সেড থেকে অস্ত্রের মুূখে তিন নির্মাণ শ্রমিকে বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা।
ঠিকাদার মিশু জানান, ২০ জুলাই রাত সাড়ে ৩ টায় একদল সশস্ত্র সন্ত্রাসী তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে একটি অপরিচিত নাম্বার থেকে তাদের মূক্তিপন হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।
বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, অপহরণের খবর শুনেছি। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ। তবে কে বা কারা শ্রমিকদের অপহরণ করছে তা এখনো জানা যায়নি।
ক্যমুই অং/এসএ/দীপ্ত নিউজ