কোনভাবেই সামাল দেয়া যাচ্ছে না ডেঙ্গু পরিস্থিতি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার ( ২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৭৫৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন। এমন পরিস্থিতিতে ওষুধের দোকানগুলোয় দেখা দিয়েছে স্যালাইনের কৃত্রিম সংকট।
ডেঙ্গুতে এ বছর বৃহস্পতিবার পর্যন্ত ১৫৫ জনের মৃত্যু হয়েছে৷ কেবল জুলাইতেই মারা গেছেন একশ জনেরও বেশি।
রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গড়ে দৈনিক ১২০ থেকে ১৩০ জন রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালটিতে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে এক শিশুসহ চারজনের। বিপুল রোগির চাপ সামলাতে গিয়ে সরকারি এ হাসপালটিতে দেখা দিয়েছে নানা সঙ্কট। এরমধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ রোগীর স্বজনদের। অন্যদিকে, সেবা বিঘ্নিত হওয়ার পেছনে রোগীর স্বজনদের আচরণকে দুষছেন হাসপাতালের কর্মীরা।
দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যখন চরম উদ্বেগ চলছে। তখন এর ফায়দা লুটছে কিছু অসাধু ব্যক্তি। স্যালাইনের কৃত্রিম সঙ্কট দেখা দিয়েছে ওষুধের দোকানগুলিতে। চাহিদা বাড়ায় সরবরাহ কমে বৃদ্ধি পেয়েছে দাম।
এবছর এথন পর্যন্ত প্রায় ২৭ হাজর ৫০০ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আল/ দীপ্ত সংবাদ