রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাপান গার্ডেন সিটির আবাসিক এলাকায় ডেঙ্গুর লার্ভা পাওয়ায় কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
শনিবার (৮ জুলাই) সকাল থেকে মোহাম্মদপুর এলাকায় ডেঙ্গু নিধন অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আতিক বলেন, জাপান গার্ডেনে ডেঙ্গুর লার্ভায় মৃত্যু কুপে পরিণত হয়েছে। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে আবারও সতর্ক করা হয়েছে। অন্যথায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, যারাই সর্তক হবে না। তাদের বিরুদ্ধে ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান, জেল জরিমানাসহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এই লক্ষ্যে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চলছে বলেও জানান মেয়র।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, জাপান গার্ডেন সিটি ভবন এলাকায় একাধিক স্থানে ডেঙ্গুর লার্ভার উপস্থিতি পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করা হয় ।
চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩২০ জন। মারা গেছেন ১৮ জন।
এসএ/দীপ্ত নিউজ