চট্টগ্রামে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে অস্থির নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শনে এবার মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনের সংস্থা প্রতিযোগিতা কমিশন।
শনিবার (২৪ জুন) সকালে দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন ও ব্যবসায়ী নেতৃত্ববৃন্দের সাথে মতবিনিময় করেন কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন ।
ভোগ্যপণ্য ক্রয়–বিক্রয়ে বেশ কিছু অসঙ্গতি নজরে আসে কমিশনের। এক্ষেত্রে বর্তমানে অস্থিতিশীল চিনি ও ভোজ্যতেলের বাজারের জন্য ব্যবসায়ীরা দায় চাপান মিল মালিকদের ওপর। পর্যাপ্ত আমদানি ও সরবরাহ থাকার পরও লাগামহীনভাবে বেড়ে চলা ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল করার পেছনে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি রয়েছে ।
পাইকারি বাজার খাতুনগঞ্জে পরিদর্শনের সময় চিনি ও ভোজ্যতেলের ডি‘ও এবং পাইকারি ব্যবসায়ীরা মিল মালিকদের কাছ থেকে পণ্য কেনা–বেচার রশিদ দেখাতে পারেননি। এমনকি মিল মালিকরা সরকারি নিধারিত দামের চেয়ে বেশি দামে ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করার তথ্যও পান কমিশন।
আবার পাইকারি পর্যায়ে পেঁয়াজ – রসুনের মতো কাঁচা পণ্যের দাম নির্দিষ্ট করা নিয়েও ব্যবসায়ীদের কাছে সন্তোষজনক কোন জবাব পাননি কমিশন সদস্যরা। বাজার পরিদর্শন শেষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিযোগিতা কমিশন। এসময় আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধিসহ দেশের বাজারে ভোগ্যপণ্য দাম নিয়ন্ত্রণ মিল মালিকদের ওপর নির্ভর করে বলে জানান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
সাধারণ ভোক্তাদের অভিযোগ, দেশের বাজারে দিনদিন অস্বাভাবিকভাবে বেড়ে চলা ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তর, জেলা প্রশাসনের বাজার মনিটরিংসহ সরকারি বিভিন্ন সংস্থা কাজ করলেও কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা নিত্যপণ্যের বাজার। এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে বাজার মনিটরিং করার আহবান জানান সাধারণ মানুষ।
রুনা আনসারী/ পূর্ণ/ দীপ্ত নিউজ