দেশের বিভিন্ন স্থান থেকে চুরি–ছিনতাই এবং হারিয়ে যাওয়াসহ ২৭ টি মোবাইল সেট স্ব স্ব মালিকদের হাতে বুঝিয়ে দিয়েছেন বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহষ্পতিবার (২২জুন) বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে একটি মোবাইল হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে সেটগুলো তুলে দিয়েছেন কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা–বিপিএম (সেবা)।
তিনি বলেন, বিভিন্ন ভাবে খোয়া যাওয়া ২৭ টি মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে আজ ফিরিয়ে দিচ্ছি। এ নিয়ে বিভিন্ন ভাবে খোয়া যাওয়া ৮০ টির ওপর মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মোল্লা আজাদ হোসেন–পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান,সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।
মর্তুজা জুয়েল/পূর্ণ/ দীপ্ত সংবাদ