মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

আওয়ামী লীগ ভোট চুরি করে না : প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ভোট চুরি করে না বরং জনগণের ভোটের অধিকার কে সমুন্নত রাখে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংবিধান মেনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ কথা বলেন তিনি। সভায় ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থানসহ মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের উজ্জ্বল ইতিহাস স্মরণ করেন বঙ্গবন্ধুর কন্যা।

প্রধানমন্ত্রী বলেন, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেটে সুষ্ঠু ভোট হয়েছে। আওয়ামী লীগের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তাঁর দাবি, সদ্য সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।

শেখ হাসিনা বলেন, স্বৈরাচারী জিয়ার সামরিক শাসনে জন্ম নেওয়া বিএনপি সব সময় মানুষের ভোটের অধিকার হরণ করেছে। ভোট ডাকাতির একই ধারাবাহিকতা বজায় রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন।

উন্নয়নের বিষয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন বজায় থাকবে।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে বিজয়ী করতে কেন্দ্রীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More