রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ভোটের সরঞ্জাম।
রাজশাহী মহানগরীর নিউ ডিগ্রী গভমেন্ট কলেজে ভোট সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে বিতরণের কার্যক্রম শুরু হবে।
এবারের নির্বাচনে ১৫৫ টি কেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ১৪৮ টি এবং সাধারণ বা ঝুঁকিমুক্ত ৭টি শক্তি কেন্দ্র রয়েছে। এবার ভোটার রয়েছে ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন । ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।
এদিকে, এই সিটি নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৫০০ জন পুলিশ সদস্য, ১৮৬০ জন আনসার সদস্য, ২৫০ জন র্যাব সদস্য এবং ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি ৩০ টি ওয়ার্ডের দায়িত্বে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন।
এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ লাইন মাঠে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ইউ. আদনান/আফ/দীপ্ত নিউজ