ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের উদ্যোগে ’কম্পিউটার সাইন্সে ক্যারিয়ারের ভবিষ্যৎ পথ’ শীর্ষক সেমিনার মঙ্গলবার (১৩ জুন) বিকালে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি ও রোবোটিক্স নিয়ে বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জামালউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়েবুল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক বুসরাত জাহান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ মাহদী উজ জামান। প্যানেল আলোচক ছিলেন আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ইসিই চুয়েটের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আরেফিন, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রধান আরিফুল হাসান অপু, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রধান সমন্বয়কারী শহীদ হোসেন।
সেমিনারে ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্সে ক্যারিয়ারে গড়তে আগ্রহী চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ই–সফট, প্রাইডিসিস, রোবট রিসার্চ ডেভেলপমেন্ট লিমিটেডের এর সাথে ফেনী ইউনিভার্সিটির এমওইউ স্বাক্ষর হয়।
আবদুল্লাহ আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ