দিনাজপুর জেলার বিরল উপজেলায় কুরবানীর জন্য প্রস্তুত রাজাবাবু নামে একটি ষাড়। গত দুই বছর আগে শাহীওয়াল জাতের ষাঁড়টি স্থানীয় এক গরুর হাট থেকে ১ লক্ষ টাকায় ক্রয় করে নিয়ে আসেন বাবু মিয়া নামের কৃষক।
সাত ফিট লম্বা ও সাড়ে পাঁচ ফিট উচ্চতার এই শাহীওয়াল জাতের ষাঁড়টির রং লাল। বিশাল আকৃতির এই ষাঁড়টির ওজন প্রায় ২৫ মন বা ১ হাজার কেজি।
প্রতিদিন ৭শত থেকে ৮শত টাকার খাবার রাজাবাবুকে খাওয়াাতে হয়। ক্ষুদির চালের ভাত, ছোলা বুট, জোলা গুড়, ধানের গুড়া, ভুট্টার গুঁড়া, ব্রান্ড, আপেল, কমলা, কাঁঠাল, আম, ডালের ভুসি, বাশেঁর পাতা, কাঁচা ঘাসসহ রাজাবাবুর খাবারের মেন্যুতে রয়েছে রাজকীয় সব খাবার।
এ বছর কুরবানীর ইদে পশুটির দাম ধরা হয়েছে ১৩ লক্ষ টাকা।
রাজাবাবুর মালিক বাবু মিয়া বলেন, “আমি আমার নিজ সন্তানের মতোই লালন পালন করছি রাজাবাবু কে। সামনে কুরবানীর ঈদ আসছে, আমার এই বিশালকৃতির ষাঁড়টি বাড়ী থেকেই বিক্রি করতে চাই।“
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন,”এ বছর দিনাজপুরে ২ লক্ষ ৩৭ হাজার কুরবানীর পশু প্রস্তুত করা হয়েছে। বিরল উপজেলার বাবু মিয়া এই ষাঁড়টির উপযুক্ত দাম পেলে অন্যান্য খামারাও দুই চারটি করে ষাঁড় প্রস্তুত করতে আগ্রহী হবেন।
সুলতান মাহমুদ চৌধুরী/এসএ/দীপ্ত নিউজ