রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মহানগরীর ভদ্রা মোড়ের একটি রেস্টুরেন্টে ২৯ দফা ইশতেহার ঘোষণা করেন।
এসময় মেয়র প্রার্থী মুরশিদ আলম বলেন, আমি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তুলবো। এছাড়াও স্বচ্ছতা, জবাবদিহিতা, দূষণ নিয়ন্ত্রণ, শিক্ষা, নিরাপত্তা, নাগরিকের নৈতিক উন্নয়ণ, যাকাত বোর্ড গঠন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, ফুটপাত দখলমুক্ত ও পরিকল্পিত রাজশাহী নগর গড়ে তোলতে চাই। সম্মিলিতভাবে রাজশাহী সিটির সমস্যার সমাধান করতে চাইলে এবং রাজশাহীকে বাসযোগ্য, টেকসই, উন্নত এবং আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে চাইলে আমি নগরবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য মেয়র হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত আছি। এ মহান কাজে আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই; আপনার মুল্যবান ভোটটি হাতাপাখা মার্কায় চাই।
এসময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগরের সভাপতি তারিফ উদ্দিন রাজশাহী জেলার সহসভাপতি ফয়সাল হোসেন মনি, ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হাফেজ মাওলানা ইউসুফ উপস্থিত ছিলেন।
ইউ. আদনান/ আল/দীপ্ত সংবাদ