শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাংলাদেশ বিদেশি শক্তি বা ড. ইউনূসের কথায় চলে না, বাংলাদেশ চলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথায়। তাই বিএনপির উচিৎ বিদেশের উপর আস্থা না রেখে গনতন্ত্র ও দেশের মানুষের ওপর আস্থা রাখা।
রবিবার (২৮মে) বিকেলে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, বিএনপি–জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও উন্নয়ন ব্যাহতের চক্রান্তের প্রতিবাদে জনসভায় বিশেষ অতিথির বক্ত্যব্যে এ সব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী। মহানভর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি।
সমাবেশে বক্তারা বলেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বাংলাদেশে কোন ব্যাক্তি বা দল পার পাবে না। শেখ হাসিনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক তা যেকোন মূল্যে প্রতিহত করারও শপত উচ্চারণ করেন বক্তারা। জনসভায় মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ–সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম চৌধুরী বাবুল, সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভায় দলে দলে যোগদান করেন মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড ও ইউনিটগুলো থেকে কয়েক হাজার কর্মী সমর্থক।
আল/দীপ্ত সংবাদ