ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী–১ আসন বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু এবং ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা যুবদল।
মঙ্গলবার (২৩ মে) সকালে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে শুরু হয়ে পুলিশী বাঁধা পেয়ে ইসলামপুর রোডে গিয়ে শেষ হয়। মিছিল থেকে কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
মিছিলটির নেতৃত্ব দেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। মিছিলের অগ্রভাগে ছিলেন ফেনী জেলা যুবদলের সহ–সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, প্রচার সম্পাদক ফখরুদ্দিন, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মজুমদার রশিদ, সদর যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবির, ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন, ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ।
মিছিল থেকে রফিকুল আলম মজনু ও নাসির উদ্দিন খন্দকারের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।
আবদুল্লাহ আল–মামুন/আফ/দীপ্ত নিউজ