আরো ২/৩ দিন পরিস্থিতি দেখে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক উল্লেখ করে তিনি জানান, এরইমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি চেয়েছে। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসন।
টিসিবির তথ্যানুযায়ী প্রতি কেজি পেঁয়াজের মূল্য ১ মাস আগে ৩০ টাকা ছিল। যা গত সপ্তাহে ৫০ টাকা করে বিক্রি হয়েছে এবং বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকার মনে করছে, ভরা মৌসুমে খুচরা বাজারে পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত না।
কৃষিমন্ত্রী জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনহীন হলে দ্রুত ভারত থেকে আমদানি করা হবে। এরইমধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এদিকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ মজুদ নিয়ে মিলছে না সঠিক তথ্য। ডিও বা ডেলিভারি অর্ডার পদ্ধতিতে একটি পণ্য ১০টির বেশি হাত ঘুরতে ঘুরতে দাম বেড়ে যায় বহুগুণ। সেই ডিও ব্যবসার সোনামিয়া মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে, কারসাজি লুকাতে দোকানের লাইট ও সাটার বন্ধ করে ভূতুড়ে পরিবেশ সৃষ্টি করে দোকানিরা।
খাতুনগঞ্জে অভিযানকালে মূল্য তালিকা না থাকা ও দামবিহীন রশিদে পেঁয়াজ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আল/দীপ্ত সংবাদ