বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

বই পড়লে পুরস্কার দিবে বিশ্বসাহিত্য কেন্দ্র

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জীবনের জন্য, জীবনের সফলতার জন্য এবং মানবসভ্যতার বিকাশের জন্য প্রয়োজন বই। বই পড়তে হবে, বই লিখতে হবে এবং বইয়ের সঙ্গে করতে হবে মিতালি। বই আমাদের জীবনের পরম বন্ধু। বই পড়লে জীবনের পরতে পরতে এর প্রভাব লক্ষ্য করা যায়। আর এ বইয়ের সাথে সম্পর্ক সৃষ্টিতে আমাদের সহায়তা করে বিশ্বসাহিত্য কেন্দ্র।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হচ্ছে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠচক্র (কলেজ কর্মসূচি ৩৭তম ব্যাচ)

এই কর্মসূচির আওতায় ১২টি বই পড়ানো হয়, পঠিত বইয়ের ওপর নির্দিষ্ট দিন (শুক্রবার সকালে) হয় বিষয়ভিত্তিক আলোচনা। কলেজের একাদশ শ্রেণির (ঢাকা মহানগর) যেকোনো শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। রয়েছে বিপুল সংখ্যক পুরস্কারের ব্যবস্থা।

১৮ সপ্তাহের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পড়তে হবে ১২টি বই। মজার বিষয় হলো, বই পড়লে পাবে পুরস্কার। সব বই পড়া হয়ে যাওয়ার পর একটি মূল্যায়ন পরীক্ষা হবে। মূল্যায়ন পরীক্ষায় যারা ৬টি বই পড়বে তারা পাবে স্বাগত পুরস্কার। যারা ৮টি বই পড়বে তারা পাবে শুভেচ্ছা পুরস্কার। যারা ১০টি বই পড়বে তারা পাবে অভিনন্দন পুরস্কার। যারা ১২টি বই পড়বে তারা পাবে সেরাপাঠক পুরস্কার। প্রতিটি বই থেকে ২টি করে প্রশ্ন করা হবে। ২টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারলে বইটি পড়েছে বলে ধরা হবে।

নিয়মাবলী:

কলেজের আইডি কার্ডের ফটোকপি, ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি দিতে হবে। কর্মসূচিতে অন্তর্ভুক্তি ফি ২০ টাকা (অফেরতযোগ্য) এবং নিরাপত্তা অর্থ ৮০ টাকা (ফেরতযোগ্য) দিতে হবে। বই নিয়ে হারিয়ে ফেললে নিরাপত্তা অর্থ বাজেয়াপ্ত করা হবে এবং পুনরায় নিরাপত্তা অর্থ জমা দিলেই তার কর্মসূচিতে অংশগ্রহণ বলবৎ রাখা হবে। বই ফেরত দেওয়া সাপেক্ষে নিরাপত্তা অর্থ ফেরত দেওয়া হবে। মূল্যায়ন পরীক্ষা গ্রহণের পর তিন মাসের মধ্যে এই নিরাপত্তা অর্থ ফেরত নিতে হবে।

প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে (শুক্রবার) বিশ্বসাহিত্য কেন্দ্রে এসে একটি বই বাড়িতে নিয়ে যাবে এবং এক সপ্তাহের মধ্যে বইটি পড়া শেষ করে ফেরত দিয়ে অন্য একটি বই নিতে হবে। এভাবে ১২ সপ্তাহে ১২টি বই পড়ে শেষ করতে হবে।

সবাইকে একটি ৮০ পৃষ্ঠার উদ্ধৃতি খাতা সংগ্রহ করতে হবে। প্রতিটি বই থেকে তাদের ভালোলাগা শ্রেষ্ঠ অন্তত ২০টি বাক্য এই খাতায় লিখতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যদের দেশবিদেশের সেরা চলচ্চিত্র উপভোগ এবং বিভিন্ন বিষয়ে বিশিষ্টজনের বক্তৃতা ও আলোচনা শোনার সুযোগ রয়েছে।

যোগাযোগের ঠিকানা

বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ ময়মনসিংহ রোড, বাংলামোটর, ঢাকা১০০০। ফোন : ৯৬১১২২৮, ০১৬৮২০২৭৫০৮, ০১৭৬১৪৯৬৪৯৭

সদস্য হওয়ার সময় : প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যোগাযোগের সর্বশেষ তারিখ ২ জুন ২০২৩।

এফএম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More