তুরস্কের সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচদারোগলু।
রবিবার (১৪ মে) ইস্তাম্বুলের উসকুদারের একটি ভোটকেন্দ্রে ভোট দেন এরদোয়ান। একই কেন্দ্রে ভোট দেন এরদোয়ানের স্ত্রী এমিনি। প্রেসিডেন্ট ও তার স্ত্রী ভোট দিতে আসার আগেই ওই কেন্দ্রে হাজার হাজার কর্মী উপস্থিত হন।
তারা বিভিন্ন স্লোগানে এলাকাটি মুখরিত করে তোলেন।
এর আগে তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি প্রার্থী কামাল কিলিচদারোগলু আঙ্কারায় একটি ভোটকেন্দ্রে ভোট দেন।
একই সময় এরদোয়ানের আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিনান ওগানর (এটিএ) আঙ্কারার কোকাতেপে একটি ভোটকেন্দ্রে ভোট দেন।
অপরদিকে এরদোয়ানের সাবেক মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী আলী বাবাচানও আঙ্কারায় নিজের ভোট দেন। বাবাচান মধ্য–ডানপন্থি ডেমোক্র্যাসি অ্যান্ড প্রোগ্রেস (ডিইভিএ) পার্টির নেতা।
রবিবার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ।
নির্বাচনে এরদোয়ানসহ প্রেসিডেন্ট প্রার্থী মোট তিনজন। বাকি দুজন হলেন কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান।
তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নেবেন ভোটাররা। নির্বাচনে মোট ২৪টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। পার্লামেন্টের ৬০০ আসনের বিপরীতে লড়াই করছেন ১৫১ জন স্বাধীন প্রার্থী।
সূত্র: আল জাজিরা
এমি/দীপ্ত সংবাদ