ফেনীতে শব্দ দূষণের অপরাধে ৪ বাস ও ট্রাক চালকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ( ১০ মে ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুলতানা নাসরিন কান্তা ও সুবল কুমার চাকমা অভিযানে নেতৃত্ব দেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে মহিপাল হাইওয়ে থানার সামনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় জেদ্দা এক্সপ্রেস ৫শ, তিশা প্লাটিনাম এক্সপ্রেস ৫শ, স্টার লাইন এক্সপ্রেস ৫শ, ট্রাকের ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ভেঙ্গে দেয়া হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন, নমুনা সংগ্রহকারী সম্রাট জাহাঙ্গীর, সহায়ক মোশাররফ হোসেন। এসময় জেলা পুলিশের একটি দল সহায়তা করে।
ফেনীস্থ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আল/দীপ্ত সংবাদ