বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

লন্ডন ম্যারাথনে দৌড়াতে গিয়ে মৃত্যু

Avatar photodelowar.hossain

লন্ডন ম্যারাথনে দৌড়ানোর সময় মারা গেছেন ৩৬ বছর বয়সী এক প্রতিযোগী। সীমানার কাছাকাছিই পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন সেই ব্যক্তি। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়।

 

২৬.২ মাইল দৈর্ঘ্যের ম্যারাথনে এই প্রতিযোগী যখন ২৩ এবং ২৪ মাইলের মাঝামাঝি ছিলেন, তখনই অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাঁকে চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকেরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।
দক্ষিণ-পূর্ব লন্ডনের সেই ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি আয়োজকেরা।

A 36-year-old man has reportedly died after collapsing just two miles from the finishing line of the London Marathon pic.twitter.com/NkNq7BaABz

— Naija (@Naija_PR) October 3, 2022

পরিবারের অনুরোধে গোপনীয়তা রক্ষা করতেই এটি করা হয়েছে বলে জানিয়েছে তারা। পরবর্তী ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সেই ব্যক্তির মৃত্যুর কারণ অবহিত করা হবে বলেও জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লন্ডন ম্যারাথনের আয়োজনে সংশ্লিষ্ট সবাই সেই ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছেন।’

দাতব্য কাজে অর্থ সংগ্রহের জন্য রোববারের এই আয়োজনে ৪২ হাজার মানুষ অংশ নেয়। যেখানে প্রতিষ্ঠিত অ্যাথলেটদের পাশাপাশি অনেক অপেশাদার দৌড়বিদও উপস্থিত। তাঁদের উৎসাহ দিতে লাইন ধরে দাঁড়িয়েছিল হাজারো মানুষ।

ম্যারাথনে ২ ঘণ্টা ৪ মিনিট ২৯ সেকেন্ড সময় পুরুষদের মধ্যে জেতেন কেনিয়ার আমোস কিপ্রুতো। আর ২ ঘণ্টা ১৭ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে নারীদের মধ্যে জিতেছেন ইয়ালেমজের্ফ ইয়েহুয়ালাউ।

Imagine running 26.2 miles and finding @EliudKipchoge at the Finish Line to give you a medal! 🤯🐐#LondonMarathon #WeRunTogether pic.twitter.com/9zv6jYfukU

— TCS London Marathon (@LondonMarathon) October 2, 2022

এ নিয়ে তৃতীয়বারের মতো অক্টোবরে ম্যারাথনটির আয়োজন করা হয়েছে। সাধারণত এপ্রিলেই এই দৌড় হয়ে থাকে। করোনা মহামারির কারণে বদলে যায় আয়োজনের সময়। তবে আগামী বছর থেকে এপ্রিলেই এই ম্যারাথন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More