চুয়াডাঙ্গা পৌরসভায় বাসা বাড়ির গৃহস্থালির উচ্ছিষ্ট আবর্জনা সংগ্রহের জন্য ভ্যান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার(৭মে) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সরকারী কলেজের শহীদ মিনারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাসা বাড়ির গৃহস্থালির উচ্ছিষ্ট ময়লা আবর্জনা শহরের রাস্তার দু‘পাশে যেখানে সেখানে ফেলে নোংরা পরিবেশ সৃষ্টি করা হয়। এ কারনে প্রাথমিকভাবে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩ ও ৯নং ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করা হয়। এখন থেকে পৌর এলাকার ৩ ও ৯নং ওয়ার্ডে একটি নির্দিষ্ট সময়ে পৌরসভার ভ্যান বাসা বাড়ির সামনে থেকে বাসা বাড়ির উচ্ছিষ্ট ময়লা আবর্জনা সংগ্রহ করবেন।
চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া জানান, শুক্রবার ছাড়া সপ্তাহে ৬দিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভার ভ্যান বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করবেন। ময়লা সংগ্রহের জন্য প্রতি পরিবারকে মাসে ৫০ টাকা করে পরিশোধ করতে হবে। এছাড়া ময়লা নির্দিষ্ট ভ্যান ব্যতিত যত্রতত্র ফেললে প্রচলিত আইন অনুসারে জরিমানা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর সমভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ ও গণমাধ্যম।
যূথী/দীপ্ত সংবাদ