ফেনীর ছাগলনাইয়ার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে দীর্ঘ ৩০ বছর পর গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩ মে) রাতে আবুল খায়ের নামের এ পলাতক আসামিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামি আবুল খায়ের ফেনীর ছাগলনাইয়ার অলি আহমেদের ছেলে।
র্যাব জানায়, নিহত আবু তাহের এর সাথে তার আপন ছোট দুইভাই আবুল খায়ের এবং আব্দুল কাদেরের পৈত্রিক সম্পত্তির ভাগ–বন্টন নিয়ে অমিলের জেরে ১৯৯৩ সালের ২৭ জুন আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা করে এই দুই ভাই।
আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে র্যাব। এর মাধ্যমে র্যাব চট্টগ্রামের একটি আভিযানিক দল বুধবার রাতে পটিয়ায় অভিযান চালিয়ে আবুল খায়েরকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এমি/দীপ্ত সংবাদ