পিরোজপুরের চরাঞ্চলের হেক্টরের পর হেক্টর জমিতে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন সুস্বাদু ফল বাঙ্গি। অল্প সময়ে অধিক লাভবান হওয়ায় পিরোজপুরের চরাঞ্চলের হেক্টরের পর হেক্টর জমিতে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন সুস্বাদু ফল বাঙ্গি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং ফলন ভালো হওয়ায় খুশি চাষীরা। ফলে অধিক লাভের আশায় বুক বেধেছেন কৃষকরা।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরাঞ্চল। বছরের এ সময়টিতে যেখানে ভোরের আলো ফোটার আগেই পরিবারের সকল সদস্য নেমে যান ক্ষেতে পানি দিতে। এটি কোন সাধারন ক্ষেত নয়।
গ্রীষ্মকালীন সুস্বাদু ফল বাঙ্গি। এ এলাকার প্রতিটি পরিবারেরই রয়েছে এ ফসলের চাষ। মাঘ মাসের শুরুতে চারা রোপনের দেড় মাসের মধ্যে ফল পাওয়া যায় গাছ থেকে। ফলন ভালো হওয়ায় এ বছর চাষীরা বাঙ্গি বিক্রি করে ভালো লাভের আশা করছেন। এ এলাকায় কোন ধরণের কীটনাশক ব্যবহার ছাড়াই প্রাকৃতিকভাবে বাঙ্গি উৎপাদন করায় ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পিরোজপুরের বাঙ্গির ব্যাপক চাহিদা রয়েছে।
বিষাক্ত জিনিস ব্যবহার না করায় এ এলাকায় ফসলের উৎপাদন ভালো। মিষ্টি ও রসালো হওয়ায় চাহিদাও বেশী। তবে যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় পরিবহন খরচ একটু বেশী।
অল্প সময়ে অধিক লাভবান হওয়ায় কৃষক দিন দিন ঝুকছেন বাঙ্গি চাষের প্রতি। আর কৃষকের সকল সমস্যায় পাশে আছে কৃষি বিভাগ বলে দাবি এ কর্মকর্তার।
যূথী/দীপ্ত সংবাদ